বোকা কুমিরের কথা | পঞ্চম শ্রেণি বাংলা | অনুশীলন প্রশ্নের উত্তর - Online story

Saturday, 12 October 2024

বোকা কুমিরের কথা | পঞ্চম শ্রেণি বাংলা | অনুশীলন প্রশ্নের উত্তর

 



পঞ্চম শ্রেণীর বাংলা
বোকা কুমিরের কথা
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী 

হাতেকলমে প্রশ্নের উত্তর :
১. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :
১.১ তোমার জানা কয়েকটি উভচর প্রাণীর নাম লেখো।
উত্তর : আমার জানা কয়েকটি উভচর প্রাণীর নাম ব্যাং, কচ্ছপ।

১.২ তোমার জানা কয়েকটি সরীসৃপের নাম লেখো।
উত্তর ঃ কুমির, সাপ ও টিকটিকি।

১.৩ ছোটোদের জন্য লেখা পশুপাখির গল্পে সবচেয়ে চালাক প্রাণী বলতে আমরা কাকে বুঝি?
উত্তর : সবচেয়ে চালাক প্রাণী বলতে আমরা শিয়ালকে বুঝি।

১.৪ মাটির নীচে হয় এমন কয়েকটি ফসলের নাম লেখো।
উত্তর : মাটির নীচে হয় এমন কয়েকটি ফসল হল আলু, গাজর, মুলো, ওল, আদা ইত্যাদি।

১.৫ ধানগাছ থেকে আমরা কী কী পাই?
উত্তর : আমরা ধান, খড়, তুষ পাই।
১.৬ কুমির ও শিয়ালকে নিয়ে লেখা অন্য কোনো গল্প পাঁচটি বাক্যে লেখো।
উত্তর ঃ কুমির তার সাতটি ছানাকে সঙ্গে নিয়ে শিয়াল পন্ডিতের বাড়ি এসে তাকে বললে, 'আমি এই ছানাদের নিয়ে তোমার কছে এসেছি লেখাপড়া শেখানোর জন্য'। শিয়াল খুব খুশি হয়ে বলল, 'আমার কাছে রেখে যাও, আমি অল্পদিনের মধ্যেই ওদের পণ্ডিত করে দেব'।
শিয়াল ছানাগুলিকে নিজের কাছে রেখে প্রতিদিন একটি করে খেয়ে ফেলে আর কুমির এলে তাকে ছানাদের ছয়টিকে ছয়বার দেখিয়ে শেষের দিকে একটিকেই দুবার দেখায়। বোকা কুমির কিছুই বুঝতে পারে না। শেষে যখন একটি ছানা রইল তখন সেটিকেই সাতবার দেখিয়ে পরের দিন সেই ছানাটিকে ও খেয়ে ফেলল এবং শিয়ালনিকে সঙ্গে নিয়ে বহুদূরে নদীর ওপারে চলে গেল।
২. 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তস্ত মিলিয়ে লেখো :
ক স্তম্ভ > 'খ' স্তস্ত
উত্তর :
কুমির > নদী
শিয়াল > জঙ্গল
আলু > ক্ষেত
আখ > চিনি
গোরু > খড়




৩. গল্পের ঘটনাক্রমে সাজিয়ে লেখো :
৩.১ কুমির শিয়ালকে ঠকাবার জন্য বললে—গাছের আগার দিক কিন্তু আমার, আর গোড়ার দিক তোমার।
উত্তর-কুমির শিয়ালকে ঠকাবার লাল্পের আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার।

৩.২ কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল... আলুর চাষ।
উত্তর- কুমির আর শিয়াল নিলে চাষ করতে গেল আঙ্গুর চাষ।

৩.৩ সেবার হলো আখের চাষ। কুমির আগাগুলো নিয়ে চিবিয়ে দেখল ভীষণ নোনতা।
উত্তর- তারপরের বার হল ধানের চাষ। কুমির গোড়াগুলো নিয়ে বুঝল সে খুব ঠকেছে।

৩.৪ তারপরের বার হলো ধানের চাষ। কুমির গোড়াগুলো নিয়ে বুবল সে খুব ঠকেছে।
উত্তর- সেবার হল আমের চাষ। কুমির আগাগুলো নিয়ে চিবিয়ে দেখল ভীষণ নোনতা।

৩.৫. কৃমির শিয়ালকে বলল, না ভাই, তোমার আর আনি চাষ করতে যার না, তুমি বড্ড ঠকাও।
উত্তর-কুমির শিয়ালকে বলল, না ভাই, তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না,





৪. শূন্যস্থান পূরণ করো :

৪.১  .......আর.......মিলে চাষ করতে গেল।
উত্তর : কুমির আর শিয়াল দিলে চাষ করতে গেল।

৪.২. সে ভাবলে বুঝি আলু তার গাছের........
উত্তর : সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল।

৪.৩ শিয়াল সে ধানসুদ্ধ গাছের.......কেটে নিয়ে গেল।
উত্তর - শিয়াল সে ধানসুদ্ধ গাছের জ্যা-পেট নিয়ে গেল।

8.8 সেবার হল ........চাষ।
উত্তর : সেবার হল আখের চাষ।

৪.৫ শিয়াল মাটি.........সব আলু তুলে নিয়ে গেছে।
উত্তর : শিয়াল মাটি খুঁবে সব আলু তুলে নিয়ে গেছে।






৫. পাশের শব্দঝুড়ি থেকে খুঁজে নিয়ে একই অর্থের শব্দ পাশাপাশি লেখো
চাষ, আখ, আগা, মাটি
শব্দঝুড়ি ও অগ্রভাগ, কৃষি, মৃত্তিকা, ইস্কু
উত্তর : চাষ -কৃষি,
আখ- ইক্ষু,
আগা - অগ্রভাগ,
মাটি - মৃত্তিকা।

৫. বাক্য শেষ করো :
৫ ১ ‘বোকা কুমিরের কথা' গল্পটি পড়ে কুমিরটিকে আমার মনে হয়েছে সে ........
উত্তর : ‘বোকা কুমিরের কথা' গল্পটি পড়ে কুমিরটিকে আমার মনে হয়েছে সে বোকা।

৬.২ গল্পের শিয়ালটি আসলে খুব ......   
উত্তর : গল্পের শিয়ালটি আসলে খুব চালাক।

৬.৩ কুমির গল্পে মোট... বার ঠকেছে। প্রথমবার সে ঠকে গেছে, কেননা.........দ্বিতীয়বার তার ঠকে
যাওয়ার কারণ।  তারপরের বার
তুলে নিয়ে গেছে.........না জানার জন্য সে ঠকে গেছে।
উত্তর ঃ কুমির গল্পে মোট তিন বার ঠকেছে। প্রথমবার সে ঠকে গেছে, কেননা আপু থাকে মাটির নীচে। দ্বিতীয়বার তার ঠকে যাওয়ার কারণ হল ধান গাছের গোড়ায় জন্মায় না। তারপরের বার আথ গাছের কোন অংশ আমরা ফসল হিসাবে গ্রহণ করি তা না জানার জন্য সে ঠকে গেছে।

৬.৪ শিয়াল বারবার লাভবান হয়েছে, কারণ.....
উত্তর : শিয়াল বারবার লাভবান হয়েছে, কারণ কৃমির ছিল বড্ড বোকা।


৭. নীচে দাগ দেওয়া শব্দগুলি কোনটি কী জাতীয় শব্দ লেখো ?
৭.১ কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল।
উত্তর : চাষ- বিশেষ্য।
৭.২ সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল।
উত্তর : সে-সর্বনাম।
৭. ৩ আচ্ছা আসছে বার দেখব।
উত্তর : দেখব-ক্রিয়াপদ।
৭.৪ ভেবেছে, মাটি খুঁড়ে সব ধান বার করে নেবে।
উত্তর : ধান-বিশেষ্য, নেবে - ক্রিয়াপন।
৭.৫ এবার আমাকে গোড়ার দিক দিতে হবে।
উত্তর ঃ আমাকে সর্বনাম, গোড়ার – বিশেষণ।

৮. ঠিক বাক্যটির পাশে (√) চিহ্ন দাও আর ভুল বাক্যটির পাশে (x) চিহ্ন দাও ?
৮.১ গল্পের কুমিরটি অত্যন্ত চালাক-চতুর ছিল।x
৮.২ কুমিরটি চেয়েছিল শিয়ালকে সে ঠকাবে।√
৮.৩ আলুচাষে গোড়ার দিক পাওয়ায় শিয়াল ঠকে গেল।x
৮.৪ ধানচাষের বেলায় কুমির পেল আগার দিক।x
৮.৫ কুমির আখের গাছগুলো পেয়ে ঘরে বয়ে নিয়ে গিয়ে মজা করে খেতে লাগল।x


৯. বাক্যরচনা করো । আগা, গোড়া, চাষ, আখ, নোনতা ।
উত্তর : আগা – আখথেকে গুড় তৈরী করা হয়।
চাষ-বর্ষাকালে বৃষ্টি শুরু হলে ধান চাষ করা হয়।
নোনতা- নোনতা বিস্কুট খেতে খেতে ভালো
গোড়া— গাছের গোড়া গাছকে শক্ত করে ধরে রাখে।
আখ—আখের রস থেকে চিনি, গুড় তৈরি হয়।


১০. বিপরীতার্থক শব্দ লেখো :
লাভ, মিষ্টি, নীচে, কাজ, মজা।
উত্তর : লাভ-লোকসান।
 মিষ্টি - টক।
 নাচে-ওপরে।
কাজ-কাম

১১.১ উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম লেখো।
উত্তর : উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম 'ছেলেদের মহাভারত', 'গুপী গাইন বাঘা বাইন'।

১১.২ তিনি ছোটোদের জন্য কোন পত্রিকা বের করতেন ? উত্তর : তিনি ছোটোদের জন্য 'সন্দেশ' পত্রিকা বের করতেন।

১১.৩ তাঁর সন্তানদের মধ্যে শিশুসাহিত্যিক হিসেবে কারা অত্যন্ত পরিচিত?
 উত্তর : পুণ্যলতা চক্রবর্তী ও সুকুমার রায়।


১২. নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :
১২.১ গল্পে কারা চাষ করতে গেল ? উত্তর : 'বোকা কুমিরের কথা' গল্পে কুমির ও শিয়াল দুজনে চাষ করতে গেল।

১২.২ কীসের কীসের চাষ তারা করেছিল?
উত্তর ঃ কুমির ও শিয়াল আলু, ধান এবং আখের চাষ করেছিল।

১২.৩ চাষে কার লাভ এবং কার ক্ষতি হয়েছিল?
উত্তর : আলু, ধান এবং আখের চাষ করে শিয়ালের লাভ এবং কুমিরের ক্ষতি হয়েছিল।

১২.৪ শিয়ালকে ঠকাতে আচার্যের সময় কৃমির কী ফন্দি এঁটেছিল?
উত্তর : শিয়ালকে ঠকাতে আখচাষের সময় কৃমির আখের আগা অংশ নেবে বলে ফন্দি এঁটেছিল।


১২.৫ 'বোকা কুমিরের কথা' গল্পে কুমিরটা শিয়ালকে 'তুমি বড্ড ঠকাও' বলে দোষ দিলেও, আসলে সে নিজের নির্বুদ্ধিতার জন্যই বারবার ঠকে গেছে।'—গল্পটি পড়ে তোমার যদি এমন মনে হয়, তবে কেন এমন মনে হল, তা বোঝাতে গল্প থেকে তিনটি বাক্য খুঁজে নিয়ে লেখো।
উত্তর : (ক) কুমির ভাবলে বুঝি আলু তার গাছের ফল।
(২) ভেবেছে, মাটি খুঁড়ে সব ধান বার করে নেবে।
(৩) এবার আর সে আগা না নিয়ে ছাড়বে না।


 
অতিরিক্ত প্রশ্নোত্তর


দু-এক কথায় উত্তর দাও :
১। কোন্ দুটি প্রাণী মিলিত হয়ে আলুর চাষ করতে গেল?
উত্তর ঃ কুমির শিয়াল মিলে আলুর চাষ করতে গেল।

২। “বোকা কুমির সে কথা জানত না।”— কোন্ কথা বোকা কুমির জানত না ?
উত্তর : আলু জন্মায় মাটির নীচে আর তার গাছ থাকে মাটির ওপরে, তা দিয়ে যে কোনো কাজ হয় না – একথা বোকা কুমির জানত না।

৩। আলু সম্পর্কে কুমির কী ভেবেছিল? উত্তর ঃ বোকা কুমির ভেবেছিল আলু বোধহয় লংকা বেগুনের মতো গাছে ঝোলে।

৪। শিয়ালকে ঠকাবার জন্য কুমির কী বলেছিল?
উত্তর ঃ কুমির শিয়ালকে ঠকাবার জন্য বলেছিল, 'গাছের আগার দিক কিন্তু আমার, আর গোড়ার দিক তোমার।'

। কুমিরের শর্ত শুনে শিয়াল কী বলেছিল? উত্তর : কুমিরের শর্ত শুনে শিয়াল হেসে বলেছিল, 'আচ্ছা তাই হবে।'

। যখন আলু হল তখন কুমির কী করল ? উত্তর ঃ যখন আলু হল তখন কুমির সব গাছের আগা কেটে তার বাড়িতে নিয়ে এলো।

৭। বাড়িতে আলু গাছে নিয়ে এসে তাতে একটাও আলু নেই দেখে কুমির কী করল?
উত্তর : গাছে একটাও আলু নেই দেখে কুমির মাঠে গিয়ে দেখল, শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে।

৮। শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে দেখে কুমির কী ভাবল ?
উত্তর : মাটি খুঁড়ে সব আলু শিয়াল তুলে নিয়ে গেছে দেখে কুমির ভাবল, 'তাই তো। এবার বড্ড ঠকে গিয়েছি। আচ্ছা আসছে বার দেখব।'

৯। আলু চাষের পর কুমির ও শিয়াল কী চাষ করতে গেল?
উত্তর ঃ কুমির ও শিয়াল দুই বন্ধু এবার মিলিত ভাবে ধানের চাষ করতে গেল।

১০। দুজনে ধানের চাষ করতে গিয়ে কৃমির কী চিন্তা করল?
উত্তর ঃ দুজনে মিলে ধানের চাষ করতে গিয়ে কুমির চিন্তা করল এবার আর সে কিছুতেই ঠকতে যাবে না।

১১। ধানচাষ করতে গিয়ে কুমির আর ঠকবে না ভেবে আগেভাগেই শিয়ালকে কী বলল?
উত্তর ঃ কুমির শিয়ালকে বলল, 'ভাই, এবারে কিন্তু আমি আগার দিক নেব না, এবার আমাকে গোড়ার দিকে দিতে হবে।'