'বোম্বাগড়ের রাজা' পঞ্চম শ্রেণি বাংলা হাতে কলমে অনুশীলনী প্রশ্নের উত্তর - Online story

Thursday, 3 October 2024

'বোম্বাগড়ের রাজা' পঞ্চম শ্রেণি বাংলা হাতে কলমে অনুশীলনী প্রশ্নের উত্তর

  


 

পঞ্চম শ্রেণীর বা্ংলা
বোম্বাগড়ের রাজা
সুকুমার রায়
হাতেকলমে প্রশ্নের উত্তর


১. 'বোম্বাগড়ের রাজা' কবিতাটি পড়ে সেখানকার মানুষ ও নিয়মকানুন তোমার কেমন লাগল, তা নিজের ভাষায় লেখো।
উত্তর : 'বোম্বাগড়ের রাজা' কবিতাটিতে যেসব মানুষজনের নিয়মকানুনের কথা বলা হয়েছে তাদের সবটুকুই অদ্ভুত ধরনের। বাস্তবে এসব নিয়মকানুনের প্রয়োগ হয় না। কবির এটি একটি কৌতুকময় কবিতা। এখানে রাজামশাই আমসত্ত্ব ভাজা সবসময় ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখেন। রানির মাথায় সারাদিন বালিশ বাঁধা থাকে। রানির দাদা পাঁউরুটিতে পেরেক ঠোকে। সর্দিকাশি হলে সেখানকার লোকেরা ডিগবাজি খায়। জোছনা রাতে সবাই চোখে আলতা মাখে। ওস্তাদেরা মাথায় ঘাড়ে লেপমুড়ি দেয়। পণ্ডিতেরা টাকের ওপর ডাকটিকিট মারে। ঘিয়ের মধ্যে ট্যাকঘড়িটা ডুবিয়ে রাখে। শিরীষ কাগজ দিয়ে রাজা বিছানা পাতে। এ ছাড়াও মন্ত্রী, রাজার পিসি, খুড়ো এরাও নানান অদ্ভুত ধরনের কাজ করে। এক কথায় এটি
সুকুমার রায়ের একটি হাসির কবিতা এবং মজার কবিতা।

২. বোম্বাগড়ে যাওয়ার পরে, রাজার সঙ্গে যদি তোমার বন্ধুত্ব হয়ে যায়, আর তোমাকেই নিয়মকানুন একট-আধটু বদলে নিতে বলেন তিনি, কিংবা, বলেন জুড়ে দিতে নতুন কোনো নিয়ম, অথবা, একটি দিনের জন্য তোমাকেই করে দেন বোম্বাগড়ের রাজা, তবে তুমি কী কী করবে?


উত্তর ঃ বোম্বাগড়ে গিয়ে সেখানকার রাজামশাইয়ের সঙ্গে আমার বন্ধুত্ব হলে তিনি যদি একটি দিনের জন্য সেখানকার রাজ সিংহাসনে আমাকে বসতে দেন তবে আমি বোম্বাগড় রাজ্যের রাজা হিসেবে প্রথমেই প্রজাদের প্রতি নজর দেব।
কেননা আমি জানি, প্রজাদের কাছে রাজা হলেন পিতার সমান। পুত্রের সুখ-দুঃখ, ভালো-মন্দ যেমন একজন পিতা লক্ষ রাখেন সেইরকম প্রজাদেরও সুবিধা-অসুবিধার কথা জেনে তাদের রক্ষা করা রাজার প্রথম ও প্রধান কাজ। আমার রাজ্যে বেশ কয়েকটি নিয়ম চালু থাকবে। তার প্রথমেই রাজ্যের কোনো প্রজা যদি অন্যায় কাজ করে তবে উপযুক্ত শাস্তির ব্যবস্থা থাকবে। অপরদিকে অন্যায়ভাবে কোনো প্রজাকে শাস্তি দেওয়া হবে না। বহিঃশত্রুর হাত থেকে রাজ্যকে রক্ষা করার জন্য সেনাবাহিনী নিযুক্ত থাকবে।


৩. 'বোম্বাগড়ের রাজা' কবিতাটির সঙ্গে সুকুমার রায়ের লেখা 'একুশে আইন' কবিতাটির খুব ভাবগত মিল রয়েছে।
শিক্ষকের থেকে কবিতাটি শোনো। ভালো লাগলে খাতায় লিখে নাও। এমন আরও কবিতা সংগ্রহ করো, যেখানে।অদ্ভুত সব নিয়মের কথা রয়েছে।


৪.১ সুকুমার রায়ের বাবার নাম কী?
উত্তর : উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
.২ ‘আবোল তাবোল' কবিতার বইটি কার লেখা? উত্তর : ‘আবোল তাবোল' কবিতার বইটি সুকুমার রায়ের লেখা।

৪.৩ তাঁর লেখা অন্য দুটি বইয়ের নাম লেখো। উত্তর : তাঁর লেখা অন্য দুটি বইয়ের নাম 'অবাক জলপান’, ‘পাগলা দাশু।

১) অতিরিক্ত প্রশ্নোত্তর
দু-এক কথায় উত্তর দাও :

১। 'বোম্বাগড়ের রাজা' কবিতাটি কোন্ কবিতার বই থেকে নেওয়া হয়েছে?
উত্তর : ‘বোম্বাগড়ের রাজা' কবিতাটি ‘আবোল তাবোল' কবিতার বই থেকে নেওয়া হয়েছে।

২। রানির মাথায় অষ্টপ্রহর কী বাঁধা?
উত্তর : রানির মাথায় অষ্টপ্রহর বালিশ বাঁধা থাকে।

৩। বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে কী বাঁধা?
উত্তর : বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে আমসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখেন।