লিমেরিক | পঞ্চম শ্রেণীর বাংলা | হাতে কলমে অনুশীলন প্রশ্নের উত্তর - Online story

Saturday, 2 November 2024

লিমেরিক | পঞ্চম শ্রেণীর বাংলা | হাতে কলমে অনুশীলন প্রশ্নের উত্তর

 


 

পঞ্চম শ্রেণীর বাংলা
লিমেরিক
এডোয়ার্ড লিয়ার
কিছু প্রশ্ন-
অল্প কথায় উত্তর দাও।
১  লিমেরিক নামটি কোন শহরে নাম অনুসারে হয়েছে ?
উত্তর -আয়ারল্যান্ড দেশের লিমেরিক্ শহরে নাম অনুসারে ছড়ার জগতে লিমেরিক নামটি হয়েছে।

২.আমাদের পাঠ্য তিনটি লিমেরিক কোন বই থেকে নেওয়া হয়েছে?
উত্তর : শুধুমাত্র মজা করে পড়ার জন্য সত্যজিৎ রায়ের 'তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম' বই থেকে আমাদের পাঠ্য তিনটি ভারি সুন্দর লিমেরিক নেওয়া হয়েছে।
 

৩ এডওয়ার্ড লিয়ার কে?
উত্তর : অনেকে বলেন যে, লিমেরিকের স্রষ্টা হলেন এডওয়ার্ড লিয়ার। অবশ্য অনেকের মতে, লিমেরিকের স্রষ্টা অন‍্য ব্যাক্তি। তবে এডওয়ার্ড লিয়ার যে ছড়ার জগতে এক নতুন ধারার সৃষ্টি করেছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই।


৪.এডওয়ার্ড সমাজকে কীভাবে দেখতেন?
উত্তর : সমাজকে বাঁকা চোখে দেখতেন এডওয়ার্ড লিয়ার।

৫.এডওয়ার্ড লিয়ারের ছড়াগুলি কাদের কাছে কী কারণে খুব প্রিয় ?
উত্তর : এডওয়ার্ড লিয়ারের ছড়াগুলি ছোটো আর সুন্দর হওয়ার জন্য শিশুদের কাছে আজও সমান প্রিয়।
৬. দাড়ির মধ্যে কতগুলি পাখি আস্তানা বেঁধেছে?
উত্তর : দাড়ির মধ্যে মোট আটটি পাখি বাসা বেঁধেছে।

৭. কোন্ কোন্ পাখি দাড়ির মধ্যে আস্তানা বেঁধেছে?
উত্তর : একটা মোরগ, চারটে শালিক ছানা, দুই রকমের হুতোম প্যাঁচা এবং একটা বোধহয় হাঁড়িচাচা দাড়ির মধে আস্তানা বেঁধেছে।

৮. ফুল গাছে কে কীসের মতো বসে আছে?
উত্তর : কুলগাছে যেন পল্লী সেজে বসে খুদেবাবু।

৯. এতো মহাঝক্কি!' কথাগুলি কে বলেছিল কাকে?
উত্তর : 'এতো মহাঝক্কি' কথাগুলি মৌমাছি বলেছিল খুদেবাবুকে।

১০। মৌমাছি খুদেবাবুকে কী করতে বলেছিল?
উত্তর : মৌমাছি মধু খাবে বলে ফুল গাছ থেকে খুদেবাবুকে সরে যেতে বলেছিল।

১১. মৌমাছি ফুলগাছ থেকে খুদেবাবুকে সরে যেতে বললে খুদেবাবু কী বলেছিল?
উত্তর : ফুলগাছ থেকে মৌমাছি খুদেবাবুকে সরে যেতে বললে সে বলল, 'চোপ রাও! তুমি আছো বলে গাছে বসবে না লোক কি?
১২  ছড়াকার মন দিয়ে কী পড়ে?
উত্তর : মন দিয়ে ছড়াকার সক্কাল – সন্ধে পাখি সম্বন্ধে যেখানে যে বই আছে সেগুলি মন দিয়ে পড়ে।

১৩.  কীসে ছড়াকারের আপশোশ হয়েছিল?
উত্তর ঃ আজ ছড়াকারের পাখি সম্বন্ধে সমস্ত বই পড়া শেষ হয়ে যাবে, আর কোনো বই বাকি নেই, কিন্তু তার আপশোষ শুধু এই তল্লাটে পাখি নেই একটাও।
১৪। এডওয়ার্ড লিয়ারের লেখা লিমেরিকগুলি আমাদের পড়ার জন্য কে কীভাবে তৈরি করে দিয়েছেন ?
উত্তর : পৃথিবী বিখ্যাত লিমেরিক স্রষ্টা এডওয়ার্ড লিয়ারের ছড়াগুলি সুকুমার রায়ের সুযোগ্য পুত্র সত্যজিৎ রায় আমাদের জন্য বিদেশি ভাষা থেকে বাংলায় তরজমা অর্থাৎ অনুবাদ করে দিয়েছেন।

১৫. সত্যজিৎ রায় কে ছিলেন?
উত্তর : বাংলার বিখ্যাত ছড়াকার সুকুমার রায়ের একমাত্র পুত্র ছিলেন সত্যজিৎ রায়। তিনি নিজেও পৃথিবীবিখ্যাত একজন চিত্র পরিচালক। এ ছাড়া তিনি ছোটোদের জন্য ও বড়োদের জন্য প্রচুর সাহিত্য রচনা করেছেন। তিনি খুব ভালো ছবিও আঁকতেন।
১৬। দাড়ির মধ্যে বেঁধেছে আস্তানা”—লাইনটির মধ্যে কীভাবে হাস্যরসের প্রকাশ ঘটেছে তা উল্লেখ করো।
উত্তর : নিজে করো।