পাখির কাছে ফুলের কাছে | পঞ্চম শ্রেণীর বাংলা |হাতে কলমে অনুশীলন প্রশ্নের উত্তর
পঞ্চম শ্রেণীর বাংলা
পাখির কাছে ফুলের কাছে
আল মাহমুদ
হাতেকলমে প্রশ্নের উত্তর :
ঠিক শব্দটি শব্দগুলি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো :
১. জোনাকি এক ধরনের (পাখি/মাছ/পোকা/ খেলনা)।
উত্তর : জোনাকি এক ধরনের পোকা।
২. মোড়া বলতে বোঝানো হয় (গোল/বাঁক/যোগ/চওড়া)।
উত্তর : মোড়' বলতে বোঝানো হয় বাঁক।
৩. দরবার' শব্দটির অর্থ হল (দরজা/সভা/দরগা/দোকান)।
উত্তর : 'দরবার' শব্দটির অর্থ হল সভা।
৪. প্রকৃতির সুন্দর চেহারা যে অংশটিতে ফুটে উঠেছে সেটি হল- (কাব্য হবে/মোড় ফিরেছি/কালো জল/ ডাবের মতো চাঁদ উঠেছে)।
উত্তর : প্রকৃতির সুন্দর চেহারা যে অংশটিতে ফুটে উঠেছে সেটি হল ডাবের মতো চাঁদ উঠেছে।
২। ক সঙ্গে 'অস্ত মিলিয়ে লেখো :
উত্তর :-
চাঁদ > শশী
ঠান্ডা > শীতল
পাহাড় > গিরি
জোনাকি > খদ্যোত
দীঘি > জলাশয়
জলাশয়/দীর্ঘিকা
জল > নীর
ফুল > পুষ্প
৩. শব্দঝুড়ি থেকে নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো :
শব্দঝুড়ি
ঠান্ডা, চাঁদ, লাল, শহর,
দরগাতলা, জোনাকি, মস্ত,
গোলগাল, উটকো, কলরব
উত্তর-
বিশেষ্য-
চাঁদ, শহর, দরগাতলা, জোনাকি, কলরব।
বিশেষণ-
ঠান্ডা, লাল, মস্ত,গোলগাল, উটকো।
৪. থরথর' শব্দে 'র' বর্ণটি দু-বার রয়েছে। এরকম ‘ল’বর্ণটি দু-বার আছে, এমন পাঁচটি শব্দ লেখো (যেমন—টলটল) :
উত্তর : গোলগাল, কলকলিয়ে, ছলছল, দলবল, হালচাল।
৪.২ কাছে' শব্দটিকে ‘নিকটে' এবং ‘দেখা করা' এই দুই অর্থে ব্যবহার করে দুটি বাক্যে লেখো :
উত্তর : কাছে—(নিকটে) – আমার কাছে কোনো খাতা নেই।
কাছে—(দেখা করা) – আমি এখন মার কাছে যাচ্ছি।
৫. ক্রিয়ার নীচে দাগ দাও ঃ
৫.১ ছিটকিনিটা আস্তে খুলে বেরিয়ে গেলাম ঘর।
উত্তর ঃ ছিটকিনিটা আস্তে খুলে (বেরিয়ে গেলাম) ঘর।
৫.২ নারকোলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল।
উত্তর ঃ নারকোলের ওই লম্বা মাথায় হঠাৎ (দেখি) কাল।
৫.৩ এসো, আমরা সবাই না ঘুমানোর দল।
উত্তর ঃ (এসো), আমরা সবাই না (ঘুমানোর) দল।
৫.৪ কাব্য হবে, কাব্য হবে—জুড়ল কলরব।
উত্তর : কাব্য হবে, কাব্য হবে (জুড়ল) কলরব।
৫.৫ পাখির কাছে, ফুলের কাছে মনের কথা (কই।)
উত্তর ঃ পাখির কাছে, ফুলের কাছে মনের কথা কই।
৬. অর্থ লেখো :
ঝিমধরা, উটকো, দরবার, কলরব, মিনার।
উত্তর : ঝিমধরা— অবসন্ন।
উটকো — অচেনা।
দরবার — সভা।
কলরব - পাখিদের মিলিত রব।
মিনার – সৌধ।
৭. সমার্থক শব্দ লেখো :
চাঁদ, পাখি, ফুল, গাছ, জোনাকি।
উত্তর ঃ চাঁদ—শশী
পাখি- বিহঙ্গ
ফুল—পুষ্প
গাছ—উদ্ভিদ
জোনাকি—খদ্যোত।
৮. বিপরীতার্থক শব্দ লেখো ঃ
লম্বা, ঠান্ডা, হেসে, পদ্য, মস্ত।
উত্তর ঃ লম্বা—বেঁটে,
ঠান্ডা-গরম
হেসে – কেঁদে
পদ্য—গদ্য
মস্ত— ছোটো।
৯.১ কবি আল মাহমুদ কোন্ দেশের মানুষ ?
উত্তর : কবি আল মাহমুদ বাংলাদেশের কুমিল্লা জেলার মানুষ ছিলেন।
৯.২ তিনি কোন্ বিখ্যাত আন্দোলনে শামিল হয়েছিলেন?
উত্তর : তিনি বাংলাদেশের বিখ্যাত ভাষা আন্দোলনে শামিল হয়েছিলেন।
৯.৩ তাঁর লেখা একটি বিখ্যাত বইয়ের নাম লেখো।
উত্তর : তাঁর লেখা একটি বিখ্যাত বইয়ের নাম 'সোনালি কাবিন'।
১০. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :
১০.১ কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন কেন?
উত্তর : নারকেল গাছের মাথায় চাঁদ উঠতে দেখে ঘরের ছিটকিনিটা খুলে কবি বেরিয়ে পড়েছিলেন। ঠান্ডা গোলগাল ডাবের মতো চাঁদের আলোতে প্রকৃতিকে প্রাণভরে দেখার জন্য কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন।
১০.২ কবি কেন ছিটকিনিটি আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন?
উত্তর : রাতেরবেলা বাড়ির সকলে ঘুমাচ্ছে। সে কারণেই কেউ যাতে জানতে না পারে এবং কারও যাতে অসুবিধা না হয়, সেই জন্য কবি ছিটকিনিটা আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন।
১০.৩, বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখলেন?
উত্তর : বাইরে বেরিয়ে এসে কবি মস্ত শহরটাকে যেন থরথর করে কাঁপতে দেখলেন। পাথরটা গির্জা চাঁদের আলোয় ঢেউ তুলেছে। দরগাতলা পার হয়ে তিনি যখন মোড়ের কাছে এসেছেন তখন দূরের পাহাড় যেন তাঁকে ডাকছে।
১০.৪ শহরে নেই, অথচ কবির মনে হল তিনি দেখছেন, এমন কোন্ কোন্ জিনিসের কথা কবিতায় রয়েছে?
উত্তর : শহরে নেই, অথচ কবির মনে হয়েছে তিনি দেখছেন, এরকম কয়েকটা জিনিস হল পাহাড়, লালদিঘি, পাথরঘাটা, দরগাতলা ইত্যাদি।
১০.৫ সেই রাতে জেগে থাকার দলে কারা কারা ছিল? তারা কবির কাছে কী আবদার জানিয়েছিল?
উত্তর ঃ সেই রাতে জেগে থাকার দলে কবির কাছে জোনাকির ছিল, ফুল, পাখিরা ছিল। তারা আবদার করে কবিরে কাব্য শোনাতে বলেছিল।
১০.৬ তাদের ডাকে সাড়া দিয়ে কবি কী করলেন?
উত্তর ঃ ফুল, পাখিদের আবদার শুনে কবি নিজের লেখা ছড়ার বই পকেট থেকে বের করে পাখির কাছে, ফুলের কাছে ওই ছড়াতে যেসব মনের কথা লেখা আছে, সেগুলো পড়ে শোনালেন।
১০.৭ রক্তজবার ঝোপের কাছে কাব্যের যে আসর বসেছিল, সেই পরিবেশটি কেমন, তা নিজের ভাষায় লেখো।
উত্তর : রক্তজবার ঝোপের কাছে যে কাব্যের আসর বসেছিল, সেটা অত্যন্ত সুন্দর। সেই পরিবেশে আকাশে গোলগাল ডাবের মতো চাঁদ আলো দিচ্ছে। পাশে দিঘির জল টলটল করছে, জোনাকিরা ঝিকমিক করছে। ফুলেদের গন্ধ ছড়িয়েছে।
রক্তজবা ঝোপে ছোটো ছোটো পাখিরা বসে কবির ছড়া শুনছে।
১০.৮ 'চাঁদ'-কে নিয়ে তোমার পড়া বা শোনা একটি ছড়া লেখো।
উত্তর : চাঁদকে নিয়ে আমার শোনা একটি ছড়া-
চাঁদ উঠেছে
ফুল ফুটেছে ।
কদমতলায় হাতি নাচে।
২. কিছু অতিরিক্ত প্রশ্নোত্তর
দু-এক কথায় উত্তর দাও :
প্রশ্ন-নারকোলের লম্বা মাথায় হঠাৎ কবি কী দেখলেন?
উত্তর : কবি দেখলেন ঠান্ডা ও গোলগাল ডাবের মতো চাঁদ উঠেছে নারকোলের লম্বা মাথায়।
প্রশ্ন- কবি ঘর থেকে কীভাবে বেরোলেন?
উত্তর : ছিটকিনিটা আস্তে করে খুলে কবি ঘর থেকে বেরোলেন।
প্রশ্ন- কবি কখন ঘর থেকে বেরিয়েছেন?
উত্তর : কবি রাতেরবেলা ঘর থেকে বেরিয়েছেন।
প্রশ্ন- দিঘির জলের রংটা কীরকম?
উত্তর : রাতেরবেলা দিঘির জলের রং কালো।
প্রশ্ন- কোথায় কাব্য হবে?
উত্তর : রক্তজবার ঝোপের কাছে কাব্য হবে।
প্রশ্ন- পাখির কাছে ফুলের কাছে কে গিয়েছেন?
উত্তর : পাখির কাছে ফুলের কাছে কবি আল মাহমুদ গিয়েছেন।
প্রশ্ন-পাথরঘাটা সম্পর্কে কী কথা শুনিয়েছেন কবি?
উত্তর : কবির মনে হয়েছে পাথরঘাটার গির্জাটা যেন লাল পাথরের ঢেউ।
প্রশ্ন-কবি কীভাবে ঘর থেকে পেরিয়ে গেলেন?
উত্তর ঃ দরজার ছিটকিনিটা আস্তে খুলে কবি ঘর থেকে পেরিয়ে গেলেন।
প্রশ্ন- কবি ঘর থেকে পেরিয়ে যাবার সময় শহরের অবস্থা কী হয়েছিল?
উত্তর : ঘর থেকে পেরিয়ে কবি যাওয়ার সময় ঝিমধরা এই মস্ত শহর থরথর করে কাপছিল।
প্রশ্ন-কবি শহরের মিনারটা সম্পর্কে কী বলেছেন?
উত্তর : ঘর থেকে পেরিয়ে গিয়ে কবি দেখলেন মিনারটা যেন মনে হচ্ছে কোনো মানুষ দাঁড়িয়ে আছে।