The Finishing point class 5 English11 chapter all activity answer
class 5 English
Lesson 11 chapter
(একাদশ পাঠ)
The Finishing Point
(দ্য ফিনিশিং পয়েন্ট)
শেষ বিন্দুটি
Let's begin (লেটস্ বিগিন) – চলো শুরু করা যাক ঃ
What is the girl doing in the picture?
(হোয়াট ইজ দ্য গার্ল ডুয়িং ইন দ্য পিকচার?) – ছবিতে মেয়েটি কী করছে?
Ans. In the picture, the girl is jumping. (ইন দ্য পিকচার, দ্য গার্ল ইজ জাম্পিং।) — ছবিতে মেয়েটি লাফ দিচ্ছে।
● Which is your favourite sport?
(হুইচ ইজ ইয়োর ফেভারিট স্পোর্ট?) – তোমার প্রিয় খেলা কোনটি?
Ans. Cricket is my favourite sport. (ক্রিকেট ইজ মাই ফেভারিট স্পোর্ট।) — ক্রিকেট হল আমার প্রিয় খেলা।
Let's read (লেটস রীড) – চলো পড়া যাক :
Para 1-2 Razia.........express."
বঙ্গানুবাদ - বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দিনে রাজিয়াকে একটি পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারটি হল ভারতীয় ক্রীড়াবিদদের নিয়ে লেখা একটি বই। এই বইতে একটি অধ্যায় ছিল ভারতের দৌড়ের রানি, পি. টি.
ঊষার ওপর। রাজিয়া পি. টি. ঊষার বিষয়ে জানতে যেহেতু খুবই কৌতূহলী ছিল, তাই সে রাতের খাওয়ার পরই বইটা পড়তে শুরু করল।
পিলাভুন্নাকণ্ডি থেকে পরমবিল ঊষা, সাধারণ ভাবে যিনি পি. টি. ঊষা নামে পরিচিত, প্রকৃতপক্ষে ভারতের সবচেয়ে বিখ্যাত ও সফল মহিলা খেলোয়াড়। ট্র্যাকের (পথ) ওপর তার অসাধারণ কৃতিত্ব ঊষাকে 'ভারতীয় ট্র্যাকের রানি' ও
'পায়োলি এক্সপ্রেস' উপাধি দিয়েছে।
Para 3 P. T. Usha was ............... years old.
> বঙ্গানুবাদ পি. টি. ঊষা জন্মেছিলেন ১৯৬৪ সালের ২৭ জুন কেরালার পায়োলি জেলার পায়োলি গ্রামে। যদিও শৈশবে ঊষা ভগ্ন স্বাস্থ্যের জন্য অসুস্থ হয়েছিলেন, খেলাধুলায় তাঁর প্রতিজ্ঞা স্পষ্ট বোঝা যাচ্ছিল। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে তিনি ভারতের সর্বকালের সেরা একজন খেলোয়াড় হতে পেরেছিলেন। তিনি তাঁর প্রথম জাতীয় রেকর্ড
(অতীতের উৎকর্ষকে ছাপিয়ে যাওয়ার ঘটনা) করেন (১০০ মি. দৌড়ে) ১৯৭৭ সালে, যখন তাঁর বয়স মাত্র ১৩ বছর।
Word Trove (ওয়ার্ড ট্রোভ) শব্দনীড় :
affected (Adj.) : to become ill
(অ্যাফেকটেড) (টু বিকাম ইল) – অসুস্থ হওয়া।
(এ শর্ট, ফাস্ট রেস) – একটি দ্রুত, অল্প সময়ের দৌড়।
sprint (Noun) : a short, fast race
(স্প্রিন্ট)
Let's do (লেটস ডু)—চলো কাজ করি :
Activity 1
Let's fill in the chart with information about P. T. Usha
—পি. টি. ঊষার বিষয়ে তথ্য দিয়ে তালিকাটি পূরণ করো।
Full name (পুরো নাম)
Place of birth (জন্মস্থান)
Date of birth (জন্ম তারিখ)
First national record (প্রথম জাতীয় রেকর্ড)
Ans.
Full name -
> Pilavullakandi Thekkeparambil Usha.
Date of birth > 27 June, 1964.
Place of birth > Payyoli village, in the Payyoli district of Kerala
First national record >
> in 1977 at the age of 13 (100 metres race )
Activity 2
Let's answer the following questions (নীচের প্রশ্নগুলির উত্তর দাও) :
(1) Who was the 'Queen of Indian track'?
(হু ওয়াজ দ্য 'কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক'?) – 'ভারতীয় ট্র্যাকের রানি' কে ছিলেন?
Ans. P. T. Usha was the 'Queen of Indian track.'
(পি. টি. ঊষা ওয়াজ দ্য 'কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক'।) — পি. টি. উষা ছিলেন 'ভারতীয় ট্র্যাকের রানি'।
(2) How was Usha's health in her early childhood?
(হাউ ওয়াজ ঊষাজ হেলথ ইন হার আরলি চাইল্ডহুড?) — শৈশবে ঊষার স্বাস্থ্য কেমন ছিল?
Ans. In early childhood Usha was unwell.
(ইন আর্লি চাইল্ডহুড উষা ওয়াজ আনওয়েল।) — শৈশবে উষার স্বাস্থ্য ভালো ছিল না।
Activity 3
Let's match the following words with their meanings
—নীচের শব্দগুলি তাদের অর্থের সঙ্গে মেলাও
lived (লিভড) – বাস করত
sickness (সিকনেস) – অসুস্থতা
displayed (ডিসপ্লেড) – দেখানো
indications (ইন্ডিকেশনস) –লক্ষণগুলি
ill-health
(ইল- হেলথ) –অস্বাস্থ্য
honours (অনারস) –সম্মান
signs (সাইনস) – চিহ্ন
existed (একজিসটেড) – অস্তিত্ব
titles টাইটলস) – উপাধি
showed >( (শোড) – দেখানো
Ans .
A B
lived > existed
showed > displayed
ill-health > sickness
signs > indications
titles > honours
Let's continue (লেটস্ কন্টিনিউ) – চলো আবার পড়া যাক ঃ
Para 4. P. T. Usha .........no medals.
বঙ্গানুবাদ ১৯৮০ সালের মস্কো অলিম্পিকে পি. টি. ঊষা নিজের ক্ষমতা অনুযায়ী দৌড়াতে পারেননি। এমনকি ১৯৮২-এর নিউ দিল্লি এশিয়াডেও তিনি শুধু ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়ে রৌপ্য পদক জেতেন। যাইহোক, পরের বছর কুয়েতে অনুষ্ঠিত এশিয়ান ট্র্যাক ও ফিল্ড (এটিএফ) চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় উষা ৪০০ মিটার দৌড়ে সোনা
জেতেন যেটা এশিয়ার নতুন রেকর্ড হয়। তারপর ১৯৮৩ থেকে ১৯৮১-এর মধ্যে এটিএফ-এর প্রতিযোগিতাতে ঊষা ১৩টি স্বর্ণ পদক জেতেন। ১৯৮৪-এর লস এঞ্চেলেস অলিম্পিকে সেমিফাইনালে তিনি প্রথম হয়ে শেষ করেছিলেন
কিন্তু ফাইনালে ব্যর্থ হন। এই ঘটনারই পুনরাবৃত্তি হয় যখন চূড়ান্ত উত্তেজনা তৈরি করে /... সেকেন্ডের জন্য ঊষা ব্রোগা পদক হারান। এই ঘটনাই আবার ঘটে আরেক ভারতীয় খেলোয়াড় মিলখা সিং-এর সঙ্গে ১৯৬০-এর অলিম্পিক গেমসে। এই দুই ক্ষেত্রেই ভারতীয় খেলোয়াড়েরা কোনো পদক আনতে পারেননি।
Word Trove (ওয়ার্ড ট্রোভ) শব্দনীড় ঃ
Asiad (Noun) : Asian Games
(এশিয়াড). (এশিয়ান গেমস) — এশিয়ান গেমস প্রতিযোগিতা।
faltered (Verb) : failed
(ফলটার্ড) (ফেইল্ড) – ব্যর্থ হয়েছিল।
photo-finish (Noun) : close finish
(ফোটো-ফিনিশ) (ক্লোজ ফিনিশ) – খুবই সামান্য সময়ের ব্যবধানে শেষ।
Let's do (লেটস ডু) – চলো কাজ করি :
Activity 4
Let's put a tick (v) for the right answer and a cross (x) for the wrong answer.
সঠিক উত্তরের জন্য (v) ও ভুল উত্তরের জন্য (x) দাও :
(1) Usha had a memorable entry in the 1980 Moscow Olympics. (x)
(ঊষা হ্যাড অ্যা মেমোরেবল এন্ট্রি ইন দ্য নাইনটিন এইটি মস্কো অলিম্পিকস)
— ১৯৮০-র মস্কো অলিম্পিক-এ ঊষা স্মরণীয় সূত্রপাত করেছিলেন।
(2) 1982 New Delhi Asiad was a good experience for Usha. (x)
(নাইনটিন এইটি টু নিউডেলহি এশিয়াড ওয়াজ অ্যা গুড এক্সপেরিয়েন্স ফর ঊষা।)
-১৯৮২-এর এশিয়াড উষার জন্য একটা ভালো অভিজ্ঞতা ছিল।
(3) She made a new Asian record in Kuwait. (√)
(শী মেড অ্যা নিউ এশিয়ান রেকর্ড ইন কুয়েত।) — কুয়েতে তিনি একটি নতুন এশিয়ান রেকর্ড তৈরি করেন।
(4) Between 1983-89, Usha won more than ten golds at ATF meets. (√)
(বিটুইন নাইনটিন এইটি থ্রি-এইটি নাইন ঊষা ঔন মোর দ্যান টেন গোল্ডস অ্যাট এটিএফ মিটস।)
–১৯৮৩-৮৯-এর মধ্যে ঊষা এটিএফ দৌড়ে ১০-টির বেশি স্বর্ণপদক জিতেছিল।
(5) Usha finished first in the finals in the 1984 Los Angeles Olympics. (x)
(ঊষা ফিনিশড্ ফার্স্ট ইন দ্য ফাইনালস ইন দ্য নাইনটিন এইটি ফোর লস এঞ্চেলেস অলিম্পিকস।)
—ঊষা ১৯৮৪-এর লস এােলেস অলিম্পিকস-এর ফাইনালে প্রথম হয়ে শেষ করেছিল।
Activity 5
Let's answer the following questions. — নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
(1) How was Usha's performance in New Delhi Asian Games ?
(হাউ ওয়াজ উষাজ পারফরমেন্স ইন নিউ ডেলহি এশিয়ান গেমস ?) – নিউ দিল্লির এশিয়ান গেমসে উষার প্রদর্শন কেমন ছিল?
Ans. In 1982 New Delhi Asian Games, Usha won silver medals in the 100 metres and the 200 metres sprint.
(ইন নাইটিন এইটি টু নিউ ডেলহি এশিয়ান গেমস, ঊষা ঔন সিলভার মেডেলস ইন দ্য হানড্রেড মিটারস অ্যান্ড দ্য টু হানড্রেড মিটার স্প্রিন্ট।) — ১৯৮২-এর নিউদিল্লি এশিয়াডে ঊষা ১০০ ও ২০০ মিটার দৌড়ে রৌপ্যপদক জিতেছিলেন।
(2) Two Olympic Games are mentioned in the text. When did these take place? Where were these held?
(টু অলিম্পিক গেমস্ আর মেনশনড্ ইন দ্য টেকসট। হোয়েন ডিড দিজ টেক প্লেস? হোয়্যার ওয়্যার দিজ হেল্ড?)
-পাঠে দুটি অলিম্পিকের কথা বলা আছে। কবে এগুলি হয়েছিল? এগুলি কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
Ans. The two Olympic Games mentioned in the text took place in 1980 and 1984.
These were held in Moscow and Los Angeles. (দ্য টু অলিম্পিক গেমস্ মেনশনড্ ইন দ্য টেকসট্ টুক প্লেস ইন নাইনটিন এইটি অ্যান্ড নাইনটিন এইটি ফোর। দিজ ওয়্যার হেল্ড ইন মস্কো অ্যান্ড লস এঞ্চেলস।) - পাঠে উল্লিখিত
দুটি অলিম্পিক খেলা অনুষ্ঠিত হয়েছিল ১৯৮০ ও ১৯৮৪ সালে। এগুলি মস্কো ও লস এঞ্চোলেস-এ অনুষ্ঠিত হয়েছিল।
Let's continue (লেটস্ কন্টিনিউ) — আবার শুরু করা যাক ঃ
Para 5 In the ..........after her.
উচ্চারণ ইন দ্য নাইনটিন এইটি সিক্স সিওল এশিয়াড, হোয়েন ঊষা ওয়াজ জাস্ট টোয়েনটি টু ইয়ারস ওল্ড, বিকেম এশিয়াজ স্প্রিন্ট কুইন বাই উইনিং দ্য টু হানড্রেড মিটারস, দ্য ফোর হানড্রেড মিটারস, দ্য ফোর হানড্রেড মিটারস হার্ডলস অ্যান্ড দ্য ফোর ইনটু ফোর হানড্রেড মিটার রিলে রেস। দ্য নেকসট ফাইভ ইয়ারস স্য হার প্রো ক্রম স্ট্রেংথ টু স্ট্রেংথ ইন দি এশিয়ান ট্র্যাকস। ঊষা হ্যাড বিকাম অ্যান আইকন ফর ইন্ডিয়ান উওমেন অ্যাথলিটস অ্যান্ডঅ্যা লিভিং লেজেন্ড ইন কেরালা, হোয়্যার নিউবর্ন বেবিজ ওয়্যার রেগুলারলি নেমড আফটার হার।
১৯৮৬ সিওল এশিয়াতে মাত্র ২২ বছর বয়সে ঊষা ২০০ মিটার, ৪০০ মিটার, ৪০০ মিটার হার্ডল
এবং ৪×৪০০ মিটার রিলে রেস জিতে এশিয়ার দৌড়ের রানি হায়ে যান। এর পরের পাঁচ বছরে এশিয়ার ট্র্যাকে তার শক্তির ক্রমবৃদ্ধি লক্ষণীয়। ঊষা ভারতীয় মহিলা খেলোয়াড়দের মধ্যে আদর্শ ও জীবন্ত গল্প হয়ে ওঠেন, যেখানে কেরালাতে সদ্যোজাত শিশুদের নাম নিয়মিতভাবে তাঁর নাম অনুযায়ী রাখা হত।
Word Trove (ওয়ার্ড ট্রাভ) শব্দনীড়
icon (Noun) : symbol
(আইকন) (সিম্বল) চিহ্ন।
legend (Adj.) : famous person or story.
(লিজেন্ড) (ফেমাস পারসন অর স্টোরি) – বিখ্যাত মানুষ বা গল্প।
Let's do (লেটস ডু) – চলো কাজ করি :
Activity 6
Let's answer the following questions - নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
(1) How old was Usha when she participated in the Seoul Asiad?
(হাউ ওলড ওয়াজ ঊষা হোয়েন বা পারটিসেপেটেড ইন দ্য সিওল এশিয়াড ?)
- ঊষা যখন সিওল এশিয়াডে যোগ দিয়েছিলেন তখন তাঁর বয়স কত ছিল?
Ans. When Usha participated in the Seoul Asiad, she was only 22 years old.
(হোয়েন ঊষা পারটিসিপেটেড ইন দ্য সিওল এশিয়াড, শী ওয়াজ অনলি টোয়েনটি টু ইয়ারস ওলড্।)
—যখন ঊষা সিওল এশিয়াডে যোগ দিয়েছিলেন তখন তাঁর বয়স ছিল মাত্র ২২ বছর।
(2) Name the four events Usha won in the 1986 Seoul Asiad.
(নেন দ্য ফোর ইভেন্টস ঊষা ঔন ইন দ্য নাইনটিন এইটি সিক্স সিওল এশিয়াড।)
- সিওল এশিয়াতে ঊষা যে চারটি প্রতিযোগিতায় জিতেছিলেন তার নাম করো।
Ans. In the Seoul Asiad Usha won in the 200 metres, the 400 metres, the 400 metres hurdles and the 4x400 metres relay race. (ইন দ্য সিওল এশিয়াড ঊষা ঔন ইন দ্য টু হানড্রেড মিটারস, দা ফোর হানড্রেড নিটারস, দ্য ফোর হানড্রেড মিটার হার্ডলস অ্যান্ড দ্য ফোর ইনটু ফোর হানড্রেড মিটারস রিলে রেস।) — সিওল
এশিয়াতে ঊষা ২০০ মিটার, ৪০০ মিটার, ৪০০ মিটার হার্ডলস ও ৪x৪০০ মিটার রিলে দৌড় জিতেছিলেন।
(3) How popular is Usha in her state ?
(হাউ পপুলার ইজ ঊষা ইন হার স্টেট?)- নিজের রাজ্যে ঊষা কতটা জনপ্রিয়?
Ans. In her state Kerala Usha is so popular that newborn babies are named after her regularly. (ইন হার স্টেট কেরালা ঊষা ইজ সো পপুলার দ্যাট নিউবর্ন বেবিজ আর নেমড় আফটার হার রেগুলারলি।) - নিজের রাজ্য কেরালাতে ঊষা এত জনপ্রিয় যে সেখানে সদ্যোজাত শিশুদের নাম তাঁর নাম অনুযায়ী রাখা হয়।
Let's continue (লেটস কন্টিনিউ) — চলো আবার পড়া যাক ও
Para 1 Usha retired ................. in Japan.
বঙ্গানুবাদ ঊষা ১৯৯১ সালে খেলাধুলা থেকে অবসর নিয়ে ভি. শ্রীনিবাসনকে বিয়ে করেন। কিন্তু ১৯৯৮-তে
৩৪ বছর বয়সে তিনি হঠাৎ আবার ফিরে আসেন। সবাইকে বিস্ময় ও আনন্দ দুটোই দিয়ে জাপানের ফুকোওয়াক্কায় অনুষ্ঠিত এশিয়ান ট্র্যাক ফেডারেশন মিট-এ ২০০ মিটার ও ৪০০ মিটার-এ ব্রোঞ্জ জেতেন।
Para 2 To mark ..........Millennium'.
বঙ্গানুবাদ তাঁর এই চমৎকার কাজের সম্মান স্বরূপ পি. টি. ঊষাকে ১৯৮৩ সালে অর্জুন পুরস্কার দেওয়া হয়।ও ১৯৮৫ সালে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন তাঁকে 'শতাব্দীর সেরা খেলোয়াড়' ও 'হাজার বছরের সেরা মহিলা খেলোয়াড় সম্মানে ভূষিত করেন।
Word Trove
(ওয়ার্ড ট্রোড)
শব্দনীড় ঃ
comeback (Verb) : return
(কামব্যাক) (রিটার্ন) – ফেরত আসা।
Arjuna Award (Noun) : award given for excellence in sports
(অর্জুনা অ্যাওয়ার্ড)(অ্যাওয়ার্ড গিভেন ফর একসেলেন্স ইন স্পোর্টস)
– খেলাধুলায় কৃতিত্বের জন্য প্রদেয় পুরস্কার।
Millennium (Noun): a thousand years
(মিলেনিয়াম)(এ থাউজ্যান্ড ইয়ারস) – এক হাজার বছর
Let's do (লেটস ডু)— চলো কাজ করি :
Activity 7
Write down why the following years were memorable in Usha's life
(রাইট ডাউন হোয়াই দ্য ফলোয়িং ইয়ারস ওয়্যার মেমোরেবল ইন উষাজ লাইফ।)
—নীচের সালগুলি ঊষার জীবনে স্মরণীয় কেন তা লেখো :
1983– She won the gold medal in the 400 metres at the ATF Championship in Kuwait.
1985-She was awarded Padma Shri.
1991- She retired from athletics and married V. Srinivasan.
1998- She made a sudden comeback and won Bronze medals in 200 metres and
400 metre's races at the Asian Track Federation (ATF) Meet.
Activity 8
Let's use the following words from the box to fill in the blanks
—বাক্সের মধ্যের শব্দগুলি ব্যবহার করে শূন্যস্থান পূরণ করো
(1) 1980 Olympics was......for Usha.
Ans. 1980 Olympic was colourless for Usha.(নাইনটিন এইটি অলিম্পিকস ওয়াজ কালারলেস ফর ঊষা।)—১৯৮০-এর অলিম্পিক উযার জন্য বেরঙিন ছিল।
(2) Mr. Roy has an .......voice.
Ans. Mr. Roy has an excellent voice. (মি. রয় হ্যাজ অ্যান একসেলেন্ট ভয়েস।) - মি. রায়ের গলার স্বর দারুণ।
(3) The enemies made a......attack.
Ans. The enemies made a sudden attack.
(দি এনিমিজ মেড অ্যা সাডেন অ্যাটাক।) — শত্রুরা একটি আকস্মিক আক্রমণ করল।
(4) Sourav was chosen for his. .... performance.
Ans. Sourav was chosen for his consistent performance.
(সৌরভ ওয়াজ চোজেন ফর হিজ কনসিসটেন্ট পারফরমেনস।) – সৌরভকে তাঁর ধারাবাহিক খেলার জন্য বাছা হয়েছে।
(5) Determined effort made Reshma a....lady.
Ans. Determined effort made Reshma a successful lady.
(ডিটারমিনড এফট মেড রেশমা অ্যা সাকসেসফুল লেডি।) — দৃঢ় প্রচেষ্টা রেশমাকে একজন সফল নারী করে তুলেছে।
.
excellent.(একসেলেন্ট) - দারুণ,
consistent (কনসিসটেন্ট) – ধারাবাহিক,
successful (সাকসেসফুল) -
sudden, (সাডেন) – হঠাৎ,
colourless (কালারলেস ) – বেরঙিন,
Activity 9
Let's rearrange the following sentences to put them in order
—নীচের বাক্যগুলি ক্রমানুসারে পরপর সাজাও :
(1) Usha was called Payyoli Express.
(ঊষা ওয়াজ কলড পায়োলি এক্সপ্রেস।) — উষাকে পায়োলি এক্সপ্রেস বলা হত।
(2) Usha took part in Los Angeles Olympics games.
(ঊষা টুক পার্ট ইন লস এক্সেলেস অলিম্পিকস গেমস।) — ঊষা লস এগুেলেস-এর অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন।
(3) Usha won two silver medals in the New Delhi Asind.
(ঊষা ঔন টু সিলভার মেডালস ইন দ্য নিউ ডেলহি এশিয়াড।) — ঊষা নিউ দিল্লির এশিয়াডে দুটি রৌপ্য পদক জিতেছিলেন।
(4) Usha had ill health during childhood.
(উষা হ্যাড ইল হেলথ ডিউরিং চাইল্ডহুড।) —শৈশবে ঊষার শরীর খুব খারাপ ছিল।
(5) Usha received the Padma Shri Award.
(ঊষা রিসিভড দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড।) — ঊষা পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন।
Ans. (i) Usha was called Payyoli express.
(ii) Usha had ill health during childhood.
(iii) Usha won two silver medals in the New Delhi Asiad.
(iv) Usha took part in Los Angeles Olympics Games,
(v) Usha received the Padma Shri Award.
Activity 10
Write complete sentences using information given in the chart below.
(রাইট কমপ্লিট সেন্টেনসেস ইউজিং ইনফরমেশন গিভেন ইন দ্য চার্ট বিলো)
—প্রদত্ত তথ্য ব্যবহার করে নীচের তালিকাতে সম্পূর্ণ বাক্য লেখো।
Usha's Medal record in Asian Games (এশিয়ান গেমসে ঊষার পদকের তালিকা)
Silver >1982 New Delhi > 100 metres
Silver > 1982 New Delhi> 200 metres
Gold > 1986 Seoul > 200 metres
Gold >1986 Seoul > 400 metres
Gold > 1986 Seoul> 400 metres hurdles
Gold > 1986 Seoul>4 × 400 metres relay
Silver >1986 Seoul >100 metres
Silver >1990 Beijing > 400 metres
Silver >1990 Beijing>4 x 100 metres relay
Ans. (1) Usha won her first Silver medal in Asian Games in 1982, in New Delhi Asiad.
(2) Usha won another medal in the same Game in 200 metres race.
(3) In 1986 Asian Games, Seoul Usha won Gold medal in 200 metres race.
(4) She won Gold medal in 400 metres race in the same Asian Games.
(5) She won the third Gold medal in the same in 400 metres hurdles.
(6) Usha won another Gold medal in 4×400 metres relay race in 1986.
(7) In that game she won one silver medal in 100 metres in Seoul Asian.
(8) She won two silver medals in 1990 Asian Games at Beijing in 400 metres and
4x100 metres relay race.
Activity 11
Write five connected sentences about another famous sportsperson who has
brought glory to our country. Use the following hints.
(রাইট ফাইভ কানেক্টেড সেনটেনসেস অ্যাবাউট এনাদার ফেমাস স্পোর্টস পারসন হু হ্যাজ ব্রট গ্লোরি টু আওয়ার কান্ট্রি।
ইউজ দ্য ফলোয়িং হিন্টস।) — অপর একজন বিখ্যাত খেলোয়াড় ব্যক্তিত্বের সম্পর্কে পাঁচটি বাক্য লেখো যিনি আমাদের দেশকে গৌরবান্বিত করেছেন। নীচের সংকেতগুলি ব্যবহার করো।
Hints Name of the sportsperson-place from where she/he comes-childhood
days-events in which she/he took part- her/his achievement.
Ans. The most honoured Indian cricketer Sunil Gavaskar was born in 1949. He lived in Mumbai. He played cricket during the period 1971-1987. He made, world record with 774 runs in four tests. He made 34 centuries in Test cricket. The total runs served by Gavaskar in Test is 10,122. His highest score was 236 not out against West Indies. He is a great player and popularly known as Sunny and 'the little master'.
Let's recite. (লেটস্ রিসাইট) – চলো আবৃত্তি করি ।
ইউ ডোন্ট অলওয়েজ হ্যাভ টু বি ইন দা লিড
ইফ ইউ হ্যাভ দ্য হার্ট টু কাম ফ্রম বিহাইভ।
ডোন্ট গিভ আপ হোপ, ডোন্ট ডাউট ইয়োরসো
অ্যান্ড অ্যা নিউ স্ট্রেংথ ইজ হোয়াট ইউ উইল ফাইভ।
দ্য স্পিরিট অফ কমপিটিশন, দা ডিজায়ার টু সার্কসীত উইল অলওয়েজ বি ইমপরট্যান্ট ফর লাইফ। সো গিভ ইয়োর অল, এভরিথিং ইউ হ্যাভ গট, নো ম্যাটার দি অকেসন, গ্লু পেইন অ্যান স্ট্রাইফ।
সো স্টেপ আপ টু দা প্লেট, এন্টার দ্য রেস,
নেভার বি অ্যাফ্রেড টু টেক ইয়োর টার্ন।
উইনারস আর পিপল জাস্ট নেভার কুইট,
অ্যান্ড দিস ইজ অ্যা লাইফ লেসন উই অল উইল লার্ন। Melissa Underwood
বঙ্গানুবাদ
তোমার সবসময়ে সামনে এগিয়ে থাকা জরুরি ন
কিন্তু পিছন থেকে সামনে আসার মন থাকতে হবে।
কখনো আশা ছেড়ো না, নিজের ওপর বিশ্বাস হারিও না,নিজের মধ্যে এক নতুন শক্তি তুমি খুঁজে পাবে।
প্রতিযোগিতার মনোভাব, সফল হওয়ার ইচ্ছে
জীবনে সবসময় জরুরি।
তাই নিজের সব দাও, যা তুমি পেয়েছ,
উপলক্ষ্য কী তা দেখো না, কষ্ট ও লড়াই-এর মধ্যে থাকো।
আরেক ধাপ ওঠো, দৌড়তে শুরু করো,
নিজের পালা এলে ভয় পেও না।
যারা কখনো ছেড়ে দেয় না তারাই বিজয়ী হয়,
জীবনের এই শিক্ষাই আমাদের শিখতে হবে।
- মেলিসা আন্ডারউড
Let's work together (লেটস্ ওয়ার্ক টুগেদার) – একসঙ্গে করা যাক ঃ
Make a scrap book. Collect pictures of your school sports day.
(মেক অ্যা ফ্ল্যাপ বুক। কালেক্ট পিকচারস অফ ইয়োর স্কুল স্পোর্টস ডে।)
-একটি স্ক্র্যাপ বই বানাও। স্কুলের ক্রীড়া দিবসের ছবি সংগ্রহ করো।
Ans. নিজে করো।
MORE QUESTIONS AND ANSWERS
1. Use the following words from the box to fill in the blanks:
hardly, waste, in, never, idleness, own, pride, fortune, without, therefore
(a) Man is the architect of his..
Ans.fortune
(b) Do not...your valuable time.
Ans.waste
(c) It is raining....the playground.
Ans.therefore
(d) We were running...the match will not be played today.
Ans. in
(e) No one can be a man of character
....self-control.
Ans.without
(f) She is the ....of her country.
Ans.pride
(g) Kalipada plays all day long and
...reads.
Ans.never