আমাদের দেশ ভারতবর্ষ অথবা ভারতবর্ষে আদি কথা রচনা
রচনা
আমাদের দেশ ভারতবর্ষ
আমাদের দেশ মহান ভারতবর্ষ। আমাদের দেশে ছড়িয়ে আছে বেদ, পুরাণ ও ধর্মের নানা কাহিনি। হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ হল শ্রীমদ্ভাগবতগীতা। দুই মহাকাব্য রামায়ণ ও মহাভারত রচিত হয়েছে আমাদের দেশেই। দুই মহাকাব্যের রচয়িতা হলেন বাল্মীকি ও বেদব্যাস। কৃত্তিবাস ওঝা রামায়ণ ও কাশীরাম দাস মহাভারত বাংলায় অনুবাদ করেন। এদেশেই রয়েছে বহু বিখ্যাত মন্দির পুস্কর, কামাখ্যা, হরিদ্বার, রামেশ্বরম, তিরুপতি, বৈয়োদেবী, দক্ষিণেশ্বর, কালীঘাট, তারকেশ্বর, চাকলা-কচুয়া ইত্যাদি। বিখ্যাত উজ্জয়িনী, প্রয়াগ ইত্যাদি স্থানে। হজরত মোহম্মদ আরবে প্রবর্তন করেন ইসলাম ধর্ম । এই
'ধর্মগুরু শঙ্করাচার্য প্রবর্তন করেন কুম্ভমেলা যেগুলি প্রতি ১২ বছর অন্তর বসে হরিদ্বার, অযোধ্যা,
ধর্মের মানুষদের বলা হয় মুসলমান। তাঁদের ধর্মগ্রন্থের নাম কোরান। আজমীর, মক্কা, মদিনা প্রভৃতি তাঁদের পবিত্র তীর্থস্থান। খ্রিস্টধর্মের প্রবর্তক হলেন জিশুখ্রিস্ট। এই ধর্মের মানুষদের বলা হয় খ্রিস্টান। তাঁদের ধর্মগ্রন্থের নাম বাইবেল। পারসিক ধর্মের প্রবর্তক হলেন জরাথুস্ট্র। ।
তাঁদের ধর্মগ্রন্থের নাম জেন্দ আবেস্তা। বৌদ্ধ ধর্মের প্রবর্তক হলেন গৌতম বুদ্ধ ও জৈন ধর্মের প্রবর্তক হলেন মহাবীর। 'অহিংসা পরম ধর্ম—এই দুই ধর্মের মূল কথা। ত্রিপিটক বৌদ্ধদের
ধর্মগ্রন্থ আর জৈনদের ধর্মগ্রন্থ হল সিদ্ধান্ত ও কল্পসূত্র। শিখ ধর্মের প্রচারক হলেন গুরু নানক।
তাঁদের ধর্মগ্রন্থের নাম গ্রন্থসাহেব। শ্রীচৈতন্যদেব প্রবর্তন করেন বৈষ্ণবধর্ম। ব্রাহ্মধর্মের প্রবর্তক
রাজা রামমোহন রায়। তাদের মূল কথা ঈশ্বর এক ও অদ্বিতীয়। ব্রাহ্মধর্মের অন্যান্য ব্যক্তিগণ হলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, শিবনাথ শাস্ত্রী প্রমুখ। শ্রীরামকৃয়দেব প্রচার করে বলেন 'যত মত তত পথ'। দক্ষিণেশ্বরে তিনি
সিদ্ধিলাভ করেন। তাঁর প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ বা নরেন্দ্রনাথ দত্ত। তিনি শিকাগো শহরে বিশ্বধর্ম সম্মেলনে হিন্দু ধর্মের প্রচার করেন। স্বামী বিবেকানন্দ 'জ্যান্ত দুর্গা' বলেছিলেন মা সারদামণিকে। বিবেকানন্দের প্রধান শিষ্যা ছিলেন
বিদেশিনী ভগিনী নিবেদিতা। সেন্ট (মাদার) টেরিজা এক মহান সেবাব্রতী ছিলেন।