প্রশ্ন ব্রিটিশ বিরোধী জনমত গঠনে বাংলা সভা সমিতিগুলির বিবরণ দাও
প্রশ্ন★ব্রিটিশ-বিরোধী জনমত গঠনে বাংলার সভা-সমিতিগুলির বিবরণ দাও ।
উত্তর :-
ভূমিকা : দেশের স্বার্থরক্ষা ও সরকারের নিপীড়নের বিরুদ্ধে জনমত গঠনের জন্য সংঘবদ্ধ আন্দোলন প্রয়োজন— ভারতীয়দের
এই উপলব্ধি থেকেই উনিশ শতকে ভারতের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে, যেগুলি ব্রিটিশ-বিরোধী জনমত গঠনে বিশেষ সহায়ক হয়েছিল।
সভাসমিতি : এইরূপ নানা সভাসমিতির মধ্যে বঙ্গভাষা প্রকাশিকা সভা, জমিদার সভা, হিন্দুমেলা ও ভারতসভা ছিল উল্লেখযোগ্য।
১. বঙ্গভাষা প্রকাশিকা সভা : ১৮৩৬ খ্রিস্টাব্দে টাকির মুনশি ,কালীনাথ রায়চৌধুরি, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং প্রসন্নকুমার ঠাকুরের যৌথ উদ্যোগে 'বঙ্গভাষা প্রকাশিকা সভা' গড়ে ওঠে। এর বিভিন্ন সভায় ব্রিটিশদের ভালোমন্দ কাজের পর্যালোচনা করা হত যোগেশচন্দ্র বাগলের মতে, এটি বাঙালি তথা ভারতবাসীদের মধ্যে সর্বপ্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান।
২.জমিদার সভা : ১২ নভেম্বর ১৮৩৮ খ্রিস্টাব্দে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, রাধাকান্তদেব ও প্রসন্নকুমার ঠাকুরের যৌথ প্রচেষ্টায় গড়ে
ওঠে জমিদার সভা (Land Holders Society)। রাজেন্দ্রলাল মিত্রের মতে, এটি ছিল ভারতীয় জাতীয় আন্দোলনের অগ্রদূত। এই প্রতিষ্ঠান থেকেই জনসাধারণ সর্বপ্রথম নিয়মতান্ত্রিক উপায়ে দাবি আদায়ের শিক্ষা লাভ করে।
(৩) হিন্দুমেলা : ১৮৬৭ খ্রিস্টাব্দে নবগোপাল মিত্রের উদ্যোগে 'জাতীয় মেলা' গড়ে ওঠে, যা ১৮৭০ খ্রিস্টাব্দে হিন্দুমেলায় পরিণত হয়। দেশীয় সাহিত্য, শিল্প ও সংস্কৃতির যথার্থ বিকাশের মাধ্যমেই ভারত ও ভারতবাসীর প্রকৃত মঙ্গল সম্ভব-এই চিন্তা থেকেই জন্ম নেয় এই প্রতিষ্ঠানটি। জাতীয় সংস্কৃতি, জাতীয় শিল্প ও জাতীয় গৌরব বৃদ্ধি করা এবং এ বিষয়ে দেশবাসীকে অবহিত
করাই ছিল হিন্দুমেলার প্রধান কর্মসূচি। প্রখ্যাত জাতীয় নেতা বিপিনচন্দ্র পাল যথার্থি বলেছেন,, “নব গোপাল মিত্রের কাছেই আমরা জাতীয়তাবাদের প্রথম প্রেরণা পেয়েছিলাম।"
ভারতসভা- : মধ্যবিত্ত শ্রেণির সদস্যদের নিয়ে ১৮৭৬ খ্রিস্টাব্দে ২৬ জুলাই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধায়, আনন্দমোহন বসু ও শিবনাথ
শাস্ত্রীর সহায়তায় কলকাতার আলবার্ট হলে ভারতসভা প্রতিষ্ঠা করেন। এই সংগঠনে কোনো ইউরোপীয় বা জমিদার শ্রেণির সদস্য না-থাকায় ভারতসভা সাধারণ ভারতবাসীর রাজনৈতিক সংগঠনের চরিত্রলাভ করে। এই সভাই সর্বপ্রথম হিন্দু-মুসলিম সম্প্রীতির ওপর জোর দেয় এবং নিম্নবর্ণীয় মানুষদের গণ-আন্দোলনে শামিল করে"। ভারতসভার নেতৃত্বে ব্রিটিশ প্রবর্তিত সিভিল সার্ভিস আইনের বিরুদ্ধে, অস্ত্র আইনের বিরুদ্ধে, ইলবার্ট বিলের পক্ষে ব্যাপক আন্দোলন ও জনমত গড়ে ওঠে।
মূল্যায়ন : উপরিলিখিত সংগঠনগুলি ছাড়াও ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি (১৯৩৯), বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি (১৮৪৩), ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন (১৮৫১), ইন্ডিয়ান লিগ (১৮৭৫) প্রভৃতি সভাসভাসমিতিগুলিও ব্রিটিশ-বিরোধী জনমত গঠনে উল্লেখ্যযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল। সঙ্গত কারণেই ঐতিহাসিক
ড. অনীল শীল উনিশ শতককে সভাসমিতির যুগ (Age of Associations) বলে উল্লেখ করেছেন।