জাতীয়তাবাদের বিকাশে ভারত সভার ভূমিকা আলোচনা কর
প্রশ্ল- জাতীয়তাবাদের বিকাশে ভারতসভার ভূমিকা আলোচনা করো।
অথবা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কর্তৃক আয়োজিত সর্বভারতীয় জাতীয় সম্মেলনের গুরুত্ব বর্ণনা করো।
উত্তর-প্রথম প্রথম অংশ : জাতীয়তাবাদের বিকাশের ভারতসভার ভূমিকা : ১৮৭৬ খ্রিস্টাব্দের ২৬ জুলাই কলকাতায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, 'আনন্দমোহন বসু প্রমুখ ভারতসভা প্রতিষ্ঠা করেন। ভারতসভা ছিল একটি সর্বভারতীয় সংগঠন। ভারতে জাতীয় আন্দোলনের সূচনায় ভারতসভার গুরুত্বপূর্ণ ভূমিকাগুলি হল—
১. সর্বভারতীয় গণ-সংগঠন : ভারতের বিভিন্ন অঞ্চলে এই প্রতিষ্ঠানের ১২৪টি শাখার মাধ্যমে ভারতসভা সর্বভারতীয় গণ-সংগঠন গড়ে তোলে।
[২] রাজনৈতিক ঐক্যসাধন : ভারতের রাজনৈতিক স্বার্থে ভারতের বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে রাজনৈতিক ঐক্যসাধন ছিল ভারতসভার ঘোষিত লক্ষ্য।
[৩] সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলা হিন্দু-মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলার জন্য ভারতসভা জোর দিয়েছিল।
[৪] জনমত গঠন ব্রিটিশ সরকারের জনবিরোধী আইনের বিরুদ্ধে ভারতসভা জনমত গঠনের ওপর জোর দিল।
[৫] জাতীয়তাবাদের উন্মেষ : বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে এই সভা ভারতীয় জনগণের মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটায়।
[৬] ইলবার্ট বিলের সমর্থন : ইলবার্ট বিলের সমর্থনে সুরেন্দ্রনাথের নেতৃত্বে ভারতসভা দেশের নানা স্থানে জনসভা করে জনমত গড়ে তোলে।
মূল্যায়ন : এই সভাই ছিল আধুনিক ভারতবর্ষের
প্রথম সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠান। ভারতীয় জাতীয় আন্দোলনের উন্মেষকালে ভারতসভাই ছিল প্রধান প্রতিষ্ঠান।
দ্বিতীয় অংশ—
সর্বভারতীয় জাতীয় সম্মেলনের ভূমিকা:-
১৮৮৩ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কলকাতায় প্রথম সর্বভারতীয় জাতীয় সম্মেলন' আহ্বান করেন।
প্রস্তাবসমূহ :- এই সম্মেলনে গৃহীত প্রস্তাবগুলি হল-
(১) প্রতিনিধিমূলক আইনসভা গঠন, (২) ব্রিটেন ও ভারতে একইসঙ্গে ICS (Indian Civil Service) পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের বয়স ২১ বছর করা, (৩) সরকারি চাকুরিতে-ভারতীয়করণ, (৪) অস্ত্র আইন রোধ করা, (৫) সামরিক খাতে ব্যায়
হ্রাস করা, (৬) বিচার বিভাগ থেকে শাসন বিভাগের পৃথক্করণ করা প্রভৃতি।
গুরুত্ব : জাতীয় সম্মেলনের প্রথম অধিবেশন বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ ছিল, যেমন- (১) প্রথম সর্বভারতীয় জাতীয় সম্মেলন ছিল ইলবার্ট বিল সম্পর্কে ইংরেজদের প্রতিক্রিয়াশীল আন্দোলনে
বিরুদ্ধে শিক্ষিত ভারতবাসীর যোগ্য প্রত্যুত্তর।
২) এই জাতীয়য় সম্মেলন থেকেই ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের প্রেরণা আসে আনন্দমোহন বসুর মতে, এই সম্মেলন ছিল 'জাতীয় পার্লামেন্টের ।দিকে প্রথম পদক্ষেপ।'