ভারতের জাতীয়তাবাদী চেতনার উন্মেষে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের ভূমিকা ব্যাখ্যা করো । - Online story

Thursday, 27 March 2025

ভারতের জাতীয়তাবাদী চেতনার উন্মেষে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের ভূমিকা ব্যাখ্যা করো ।

 


প্রশ্ন:- ভারতে জাতীয়তাবাদী চেতনার উন্মেষে বঙ্কিমচন্দ্রের 'আনন্দমঠ' উপন্যাসের ভূমিকা ব্যাখ্যা করো। 

অবনীন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত 'ভারতমাতা' চিত্রটি বিখ্যাত কেন ?


উত্তর:-  প্রথম অংশ : জাতীয়তাবাদী চেতনায় উন্মেষ : ভারতে জাতীয়তাবাদী চেতনার উন্মেষে 'আনন্দমঠ' (১৮৮২ খ্রি.) ছিল খুব গুৰুত্বপূর্ণ এক জাতীয়তাবাদী উপন্যাস, কারণ—

স্বদেশপ্রেম : বঙ্কিমচন্দ্র রচিত 'আনন্দমঠ' উপন্যাস

জাতীয়তাবাদী চেতনার উন্মেষের সঙ্গে সঙ্গে দেশবাসীর মনে স্বাদেশিকতা ও সশস্ত্র অভ্যুত্থানের ধারণা সঞ্চারিত করেছিল।


২.  'বন্দে মাতরম্' সংগীত : ‘আনন্দমঠ' উপন্যাসে জন্মভূমিকে মাতৃরূপে কল্পনা করে ‘বন্দে মাতরম্' সংগীতটি (১৮৭৫ খ্রিস্টাব্দে রচিত) ব্যবহার ছিল খুব গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ এই সঙ্গীতটিই হয়ে

ওঠে পরাধীন ভারতের জাতীয় সংগীত ও বিপ্লবীদের মন্ত্র।

[৩] দেশমাতার আদর্শ : ‘আনন্দমঠ'-এ বঙ্কিমচন্দ্র বলেছিলেন,

"দেশমাতা হলেন মা, দেশপ্রেম হল ধর্ম, দেশসেবা হল পূজা ।

এভাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেশ ও তার জঁনগণের মধ্যে মাতা ও সন্তানের যোগসূত্র প্রতিষ্ঠা করে ভারতীয় জাতীয়তাবাদকে দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠা করেন।

৪] স্ববিরোধিতা : আনন্দমঠ-এ বঙ্কিমচন্দ্র সচেতনভাবে জানিয়েছেন যে, ব্রিটিশের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব, ডাকাতি, দস্যুবৃত্তি হল অমালের নামান্তর, কারণ ইংরেজ রাজত্বে সনাতন সামস্ত সমাজ অটুট থাকবে। এটি ছিল বিভ্রান্তিকর। তথাপি বাঙালির জাতীয়তাবাদ গঠন ও দেশের যুবসম্প্রদায়কে স্বদেশভক্তি, ত্যাগ ও সেবাধর্মে উদ্‌বুদ্ধ করার উদ্দেশ্যেই রচিত হয়েছিল 'আনন্দমঠ'।


দ্বিতীয় অংশ, অবনীন্দ্রনাথের 'ভারতমাতা' : উনিশ শতকের দ্বিতীয়ার্ধে ভারতের জাতীয়তাবাদের প্রসারে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা 'ভারতমাতা' চিত্রটি ছিল খুবই উল্লেখযোগ্য। এই চিত্রটি

বিখ্যাত, কারণ—

বিষয়বস্তু : গেরুয়া বসন পরিহিতা 'ভারতমাতা'-রূপী যোগিনী একাধারে দেবী ও মানবী। বরাভয়দায়িনী এবং ত্যাগ ও বৈরাগ্যের মূর্ত প্রতীক ভারতমাতার চার হাতে শোভা পাচ্ছে

রুদ্রাক্ষের মালা, শুভ্রবস্ত্র, পুথি ও ধানের শিষ এবং পদযুগলের চারপাশে রয়েছে শ্বেতপদ্ম।

[২] তাৎপর্য : ভারতমাতা ছবিটির মাধ্যমে শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর ধনধান্যপূর্ণ সমৃদ্ধিশালী ভারতের ছবি তুলে ধরেন।এই ছবির মাধ্যমে ভারতের অধ্যাত্মবাদ, নারীশক্তি, ঐতিহ্য ও শস্যশ্যামল অর্থনীতির কথা ফুটে উঠেছে।

[৩ ] প্রভাব : বিশ শতকে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রসারে 'ভারতমাতা' চিত্রটির প্রভাব ছিল অনস্বীকার্য। কারণস্বদেশি যুগে বিভিন্ন সভা-সমাবেশে এই চিত্রটি সজ্জিত হত। ভগিনী নিবেদিতার মতে, চিত্রটি ছিল জাতীয়তাবাদ প্রসারের ক্ষেত্রে প্রথম একটি তাৎপর্যপূর্ণ ছবি।