আনন্দমঠ উপন্যাসের জাতীয়তাবাদী মূল্য বিচার কর দশম শ্রেণী - Online story

Sunday, 30 March 2025

আনন্দমঠ উপন্যাসের জাতীয়তাবাদী মূল্য বিচার কর দশম শ্রেণী

 



প্রশ্ন:-  'আনন্দমঠ' উপন্যাসের জাতীয়তাবাদী মূল্য বিচার করো।

.

উত্তর

ভূমিকা : আনন্দমঠ' (১৮৮২ খ্রি.) উপন্যাসে লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ‘বন্দে মাতরম্' গানটির মধ্য দিয়ে বাঙালি সমাজকে দেশপ্রেম ও জাতীয়তাবোধের মন্ত্রে উদ্‌বুদ্ধ করে তোলেন।

বিষয়বস্তু : ‘আনন্দমঠ' উপন্যাসের বিষয়বস্তু বিশ্লেষণ করলে দেখা যায় যে—


১.ঐতিহাসিক পটভূমি : ছিয়াত্তরের মন্বন্তর ও সন্ন্যাসী-ফকির বিদ্রোহের ক্ষীণ সূত্র ধরে অতীতের পটভূমিতে বঙ্কিম এক উজ্জ্বল ও জীবন্ত চিত্র তুলে ধরেন।

[২] সন্তান দল : স্বাদেশিকতা, আধ্যাত্মিকতা দেশোদ্ধারকারী 'সন্তান দলের' প্রতিষ্ঠানের নামটিই আনন্দমঠ। এঁদের জীবনের মূলমন্ত্র

ছিল, জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও গরিমাময়।

[৩] মাতৃমূর্তি : সন্তানদলের প্রধান স্বামী সত্যানন্দ মহেন্দ্রকে যে মাতৃমূর্তি দেখান, তার তিনটি রূপ, যেমন— 'মা যা ছিলেন', 'মা যা হইয়াছেন' এবং 'মা যা হইবেন'। দ্বিতীয় মূর্তিটি মায়ের নগ্নিকা মূর্তি, ঔপনিবেশিক শাসনকালে যা রিক্ত ও নিঃস্ব, চারিদিকে শ্মশানের পরিবেশ ও মৃত্যুর হাহাকার; তৃতীয় রূপটি হল ঔপনিবেশিক শাসনের অবসানে মা যে রূপটি ফিরে পাবেন, তা হল দশভূজা দুর্গার রূপ।


জাতীয়তাবাদ : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'আনন্দমঠ' উপন্যাস যেভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্‌বুদ্ধ করেছিল তা

জাতীয়তাবাদের উদবোধন ! জাতীয়তাবাদের ধর্মবোধকে জুড়ে দিয়েছিলেন, কারণ বাঙালির জাতীয়তাবাদের বড়ো অংশ জুড়েই ছিল ধর্ম।

(১) ইতিবাচক মতবাদ । এই গ্রন্থে বঙ্কিম ব্যক্তিজীবনের জাতীয় জীবনের, জাতীয় জীবনের সত্যে রাষ্ট্র ও ধর্মের সাধন করেছেন। এই পূর্ণ সামজস্যবিধানের সূত্রটি তিনি

পেয়েছিলেন ফরাসি দার্শনিক কোঁতে-এর 'পজিটিভ'। ইতিবাচক মতবাদের মধ্যে।


৩ দেশপ্রেমের বাণী । 'আনন্দমঠ' এর মাধ্যমে বাণী প্রকাশিত হয়। এটি স্বদেশপ্রেম, দেশমাতা আদর্শের উদ্ভব ঘটায়, কারণ এই গ্রন্থে বলা হয়েছিল দেশমাতা হলেন মা, দেশপ্রেম হল ধর্ম এবং দেশসেবা হল পূজা।


(৪) অভয়মন্ত্র : এই উপন্যাসে জন্মভূমিকে মাতরূপে কল্পনা করে রচিত 'বন্দে মাতরম্' সঙ্গীতটি পরাধীন ভারতের বিপ্লবী মন্ত্র গুরু

সঙ্গীতে পরিণত হয়।

৫) আত্মত্যাগের আদর্শ : এই গ্রন্থটি দেশের যুবসম্প্রদায়কে স্বদেশ ভক্তি, ত্যাগ ও সেবাধর্মে উদ্‌বুদ্ধ করে স্বদেশ প্রেমের গীতার চিহ্নিত হয়েছিল।